জেলা প্রশাসন সিরাতুল মোস্তাকিমের পথে চলবে- চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক

রাজনৈতিক দল বা ব্যক্তিবিশেষের পরামর্শে নয়, জেলা প্রশাসন সিরাতুল মোস্তাকিমের পথে চলবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, ‘কোন দলীয় বা ব্যক্তি বিশেষের কাছে আমার দায়বদ্ধতা নেই। আমার দায়বদ্ধতা বিবেকের কাছে, জনগণের কাছে। আমি সিরাতুল মোস্তাকিমের (সরল পথ) পথে চলব। এতে কে কি মনে করলো সেটা বিষয় নয়।’

প্রশাসন শতভাগ দুর্নীতিমুক্ত হবে উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন, ‘দুর্নীতিমুক্ত করতে না পারলে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।’

আব্দুস সামাদ আরও বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। চাঁপাইনবাবগঞ্জকে মডেল জেলা হিসেবে রুপান্তর করতে চাই।’

গত ১২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মো. আব্দুস সামাদ। এরপর বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন তিনি। এরই অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক।

চাঁপাইবার্তা/আইটি।।