চাঁপাইনবাবগঞ্জে ১১ কোটি টাকার হেরোইন ফেলে পালাল চোরাকারবারিরা

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ১০ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় মাদক চোরাকারবারিকে আটক করতে পারেনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হুজরাপুর কাজিপাড়া মসজিদের উত্তর দিকে মহানন্দা নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এসব হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে আসছেন চোরাকারবারিরা। এমন সংবাদ পেয়ে র‍্যাবের অভিযানিক দল সম্ভাব্য রুটগুলোতে অবস্থান নেয়। এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্যগুলো ফেলে পালিয়ে যান চোরাকারবারিরা।

পরে মহানন্দা নদীর ধারে পড়ে থাকা অবস্থায় ১০ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব-৫।

চাঁপাইবার্তা/এসটি।।